যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন সাংবাদিক মিঠুন মোস্তাফিজ
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি,ঢাকা : যুক্তরাষ্ট্রের ‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’ এর সম্মাননা পেলেন বৈশাখী টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজ। তরুণ সংবাদকর্মী হিসেবে বাংলাদেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা জানায় নিউ জার্সি অঙ্গরাজ্যের ‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’।
সম্প্রতি ২৪শে নভেম্বর ২০১৬ ফাউন্ডেশন চেয়ারম্যান ও সিটি অব প্যাটারসনের ডেপুটি মেয়র মি. পেড্রো রড্রিগুয়েজ আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা সনদ তুলে দেন।
পেড্রো রড্রিগুয়েজ বলেন, ‘‘সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রপন্থাসহ নানা চ্যালেঞ্জিং ইস্যুতে নিজ দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মী হিসেবে বৈশ্বিক জনসমষ্টিতে তথ্য সেবার মাধ্যমে মানব কল্যাণের প্রচেষ্টার এবং তার দায়িত্বশীল ও মেধাভিত্তিক কর্মের স্বীকৃতি ও সম্মান পাওয়া উচিত। আন্তর্জাতিক গণমাধ্যমে শক্তিশালী ও দৃঢ় মতামত প্রদান, মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে গণমাধ্যমের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আক্রান্ত ও সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে তার যে কর্মপ্রচেষ্টা এবং কাজের নমুনা প্রত্যক্ষ করে ফাউন্ডেশন মুগ্ধ হয়েছে। তার এসব নমুনা কর্মের একেকটির স্বতন্ত্র ও নিজস্ব কথা বলার শক্তি রয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলে কর্মরত বাংলাদেশের তরুণ উদীয়মান এই সংবাদকর্মীকে সম্মাননা জানাতে পেরে ‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’ গর্বিত ও সম্মানিত।’’
‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’ মনে করে, মিঠুন মোস্তাফিজকে জানানো সম্মাননা ও স্বীকৃতি তাকে যেমন কর্মপ্রতিজ্ঞ হতে উৎসাহ যোগাবে তেমনি আরো দায়িত্বশীলতার সাথে বৃহত্তর পরিসরে মানব কল্যাণে নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।
চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বৈশাখী টেলিভিশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী তিনটি পর্যায়ে সংবাদ কাভার করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন মিঠুন মোস্তাফিজ। এসময়কালে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য বাংলা ও ইংরেজি মাধ্যমে তার বিশ্লেষণধর্মী ও বহুমাত্রিক কাভারেজের প্রশংসা করে ‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’। পাশাপাশি নিউ জার্সি অঙ্গরাজ্যের সিটি অব প্যাটারসনের বাংলাদেশী কমিউনিটি ও সিটি কর্তৃপক্ষের বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে বৈশ্বিক দর্শকের কাছে তুলে ধরায় কৃতজ্ঞতা জানান ‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ও সিটি অব প্যাটারসনের ডেপুটি মেয়র মি. পেড্রো রড্রিগুয়েজ।
সম্মাননা গ্রহণ করে মিঠুন মোস্তাফিজ বলেন, ‘যে কোনো প্রাপ্তি উৎসাহ যোগায়, আর যে কাজের জন্য এমন প্রাপ্তি ঘটে, সেই কাজের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বাড়িয়ে দেয়। ‘দ্য পেড্রো রড্রিগুয়েজ ফাউন্ডেশন’ এর মতো একটি অলাভজনক,মানবকল্যাণ ধর্মী প্রতিষ্ঠানের স্বীকৃতি আগামী দিনে পেশাদারিত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে সামনের দিকে এগিয়ে যাবার শক্তি হিসেবে হয়তো অনুপ্রেরণা যোগাবে-এটা খুবই স্বাভাবিক।’
মিঠুন মোস্তাফিজ বর্তমানে বৈশাখী টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর ও কানাডার সংবাদ ভিত্তিক টেলিভিশন- সিটিভির সাথে কাজ করছেন। এর আগে নিউ জার্সি অঙ্গরাজ্যের সিটি অব প্যাটাসনের সম্মাননা পান তিনি।