জাপানে এভিয়ান ফ্লুর প্রাদুর্ভাব
স্বাস্থ্য ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জাপানে এভিয়ান ফ্লুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে দেশটিতে দুই লাখেরও বেশি হাঁস-মুরগি হত্যা করা শুরু করেছে কর্তৃপক্ষ।
দেশটির উত্তরাঞ্চলে হোক্কাইডো দ্বীপে খামারের প্রায় ২ লাখ ১০ হাজার হাঁস-মুরগিসহ পোষা পাখি নিধন কর্মসূচি শুরু হয়েছে। এসব হাঁস-মুরগী ভাইরাসে আক্রান্ত।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, এই শীতে পঞ্চমবারের মতো জাপানে এত বিপুল পরিমাণে হাঁস-মুরগি মেরে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশটির শত শত কর্মকর্তা এইচ ৫ ভাইরাস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালাচ্ছেন। জাপানের বিভিন্ন খামারে এ ধরনের ভাইরাস শনাক্ত হয়েছে।
কয়েক সপ্তাহ আগেই এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে নিগাতার কেন্দ্রে প্রায় সাড়ে পাঁচ লাখ মুরগি জবাইয়ের জন্য বাছাই করে কর্তৃপক্ষ। ওই সময় হোক্কাইডোর দক্ষিণে আমোরি এলাকায় প্রায় ২৩ হাজার হাঁসও মেরে ফেলা হয়।
জাপান কর্তৃপক্ষ ভাইরাসে আক্রান্ত খামারের কাছ দিয়ে খামারি পণ্য পরিবহনও নিষিদ্ধ করেছে।
এর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসে জাপানের একটি খামারে এভিয়ান ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়।