থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর সব অনুষ্ঠান নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত  স্থানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৯ ডিসেম্বর (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী ইনডোরে যেসব প্রোগ্রাম হবে সে বিষয় যথাযথ পুলিশ কমিশনার বা জেলা পুলিশের নিকট অনুমতি নিতে হবে। সে অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান।
উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কার্যকর হবে কি না- এমন প্রশ্নেরও জবাবে মন্ত্রী বলেন, ছাদহীন যেকোনো জায়গাই হচ্ছে উন্মুক্তস্থান সুতরাং যেখানেই এমন জায়গা আছে, সেখানে অনুষ্ঠান করা যাবে না।
 এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনকে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে। কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী ।
আতশবাজি বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  ঢাকা মহানগরীতে কোনোভাবেই আতশবাজি ফোটানো যাবে না। সন্ধ্যা ৬টার পর সব ধরনের বার বন্ধ করে দিতে হবে বলেও হুশিয়ারি উ”চারন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঢাকা শহরে মোট ৬২টি চার্চ আছে। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ও এর আগে পরে এসব চার্চসহ সারাদেশের চার্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। খ্রিস্টান সম্প্রদায় অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা  গ্রহণ করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ