বিজিবি সদস্যদের সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে দেশের স্বার্থ সমুন্নত রাখতে বিজিবি’র সকল সদস্যকে নেতৃত্বের প্রতি অবিচল থেকে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিজিবি দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও গতিশীল কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।’
বিজিবি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠানের রয়েছে দু’শ’ বছরের বর্ণাঢ্য ঐতিহ্য। সময় ও যুগের প্রয়োজনে এ বাহিনীর নাম ও ইউনিফর্ম পরিবর্তিত হয়ে আজ বিজিবি তথা বর্ডার গার্ড বাংলাদেশ নামে অভিষিক্ত হয়েছে। স্বাধীনতা পদকে ভূষিত এই বাহিনী সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী বিজিবি সদর দপ্তর পিলখানা আক্রমণ করলে এ বাহিনীর অকুতোভয় সদস্যরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধে প্রায় ১২ হাজার বাঙালি ইপিআর সদস্য সক্রিয় অংশগ্রহণ করেন, জীবন উৎসর্গ করেন ৮১৭ জন।
আবদুল হামিদ বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ বিজিবি’র যে সকল সদস্য আত্মত্যাগ করেছেন জাতি তাঁদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি বর্ডার গার্ড বাংলাদেশ-এর অব্যাহত সাফল্য কামনা করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ