আজ বঙ্গভবনে যাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে মতবিনিময় করতে বুধবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগ এর সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দীকী বীর উত্তম। ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। ইতিমধ্যে এ জন্য সংশ্লিষ্টদেও নামের তালিকা বঙ্গভবনে জমা দিয়েছেদলটি।
দলটির সাধারন সম্পাদক খোকা বীর প্রতিক জানিয়েছেন, বুধবার বিকেল ৪ টায় রাজধানীর বাবররোডস্থ নিজ বাসভবন থেকে বের হয়ে প্রথমে মতিঝিলেরদলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বঙ্গবীর। সেখানে অপেক্ষমাণ প্রতিনিধি দলের বাকি সদস্যদের নিয়ে একত্রে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।
দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়াও দলটির সাধারন সম্পাদক খোকা বীর প্রতিক, কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ন-সম্পাদক ইকবার সিদ্দিকী, সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দীয় কমিটির সদস্য আইনজীবী রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেলসহ ছাএ আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ থাকবেন রাষ্ট্রপতির সাথে সংলাপে ।
উল্লেখ্য, ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে যেভাবে ইসি গঠন করা হয়েছিল, এবারো একই পদক্ষেপনিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।