ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রদের তিনটি আবাসিক হল আগামী ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি সভায় বসেছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত সভা চলছিল।
ক্যাম্পাস সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রলীগের তিনটি পক্ষ এক হয়ে আরেকটি পক্ষকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ককটেল ও গুলির শব্দ শোনা যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সূত্রগুলো বলছে, সহসভাপতি অঞ্জন রায়, আবু সাঈদ আকন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের অনুসারীরা এক হয়ে সাধারণ সম্পাদক ইমরান খানের পক্ষকে ধাওয়া করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাহ পরান হলে সাধারণ সম্পাদকের অনুসারী ছাত্রদের কক্ষ ভাঙচুর করা হয়।
শাহ পরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন বলেন, ছাত্রলীগের পক্ষগুলোর মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে গভীর রাতে ছেলেদের তিনটি আবাসিক হলে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে গুলি, ধারালো অস্ত্র, লোহার রড, ইয়াবা বড়ি, মদ ইত্যাদি উদ্ধার করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিত এড়াতে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল রাতে ওই নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে। এগুলো হলো বঙ্গবন্ধু হল, শাহ পরান হল ও সৈয়দ মুজতবা আলী হল। ক্যাম্পাস সূত্র জানায়, আজ সকাল ১০টা নাগাদ ছাত্রদের হল তিনটি ফাঁকা হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।