কাল থেকে মাল্টিপ্ল্যান সেন্টারে মেলা
তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছয় দিনের ডিজিটাল আইসিটি মেলা। মেলার আয়োজক কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি। মেলায় বিশেষ ছাড় ও উপহারে তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি হবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে মেলা উপলক্ষে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, এবার বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা পণ্য বিক্রি করবে। মেলায় থাকবে মূল্য ছাড়।
তৌফিক এহেসান আরও বলেন, দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে নিয়মিত এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রযুক্তিপণ্যে বিশেষ ছাড় ও উপহারের ঘোষণা দিয়েই আমাদের এই মেলা শুরু হচ্ছে। মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে র্যাফেল-ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার, রক্তদান কর্মসূচি, এন্ট্রিপাশের সঙ্গে বিনা মূল্যে ছবি দেখার ব্যবস্থা, বিনা মূল্যে ইন্টারনেট, ওয়াই-ফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতার মতো আয়োজন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, ডেলের কান্ট্রি মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা ও গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সুমিত কুমার দাস প্রমুখ।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ঢুকতে পারবেন।