সাংবাদিক মাহাথীরকে অব্যাহতি দিয়েছেন আদালত
ঢাকা : একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী ও তার স্ত্রী সিনথিয়া আলমগীরকে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা প্রতারণার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে দীর্ঘ শুনানী শেষে এই অব্যাহতির রায় দেওয়া হয়। মঞ্জুর আলম নামে জনৈক ব্যাক্তি গত বছর কলাবাগান থানায় মাহাথীর ফারুকী ও তার স্ত্রীসহ কয়েকজনকে আসামি করে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলার আইনজীবী আবদুল বারী জানান, সংবাদ প্রকাশের কারণে কোন একটি মহলের উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় মাহাথীর ফারুকী ও তার স্ত্রীকে হয়রানির স্বিকার হতে হয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালত অনুধাবন করে তাদের দুজনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। ‘গ্লোবাল মানি সুইং কর্পোরেশন’ নামে একটি এমএলএম কোম্পানী খুলে টাকা নিয়ে প্রতারনা করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। আনীত এ অভিযোগের বিষয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে তারা নির্দোষ প্রমাণিত হন।
সাংবাদিক মাহাথীর এ প্রসঙ্গে বলেন, তার নির্ভীক সাংবাদিকতা ও সামাজিক মর্যাদায় ঈষান্বিত হয়ে একটি মহল এ মিথ্যা মামলা দায়ের করে। আদালত ষড়যন্ত্র মুলক এ মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছেন । ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পরও মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন মাথাহীর ফারুকী। আজীবন আমি আমার এই সৎ ও নির্ভীক সাংবাদিকতা চালিয়ে যাব। কোনো বাধাই আমাকে লক্ষ্যচ্যূত করতে পারবে না।
অন্যদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এস আই মাসুদ জানান, মাহাথীর ফারুকী ও তার স্ত্রীর বিরুদ্ধে বাদির অভিযোগ ভিত্তিহীন। অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল না। বিষয়টি ছিল উদ্দেশ্যমুলক।