রাষ্ট্রপতির সংলাপে কাদের সিদ্দিকীর ৯ প্রস্তাব

সাইফুর রহমান, এবিসি নিউজ বিডি, ঢাকা: দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রধান উপাদান।  তাই  নির্বাচন কমিশন এবং নির্ভেজাল নির্বাচন জাতির জন্য খুবই জরুরিবললেন কৃষক শ্রমিক জনতা লীগের দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

২১ ডিসেম্বর (বুধবার) কমিশন গঠন সহ কমিশনকে স্বাধীন মুক্ত করাসহ ৯ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করেছে দলটি   

তার নয় দফা প্রস্তাবনার ভিতরে অন্যতম কমিশনে একজন নারী সদস্য রাখতে জোর দিয়েছেন। রাষ্ট্রপতি যেন চিন্তা চেতনা, বিবেক-বিবেচনায় নিয়েব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক মানুষদের নিয়ে দেশের জনগণের আস্থাভাজন গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করেন, সেই প্রস্তাবও রেখেছে বঙ্গবীরেরদল ।

রাষ্ট্রপতির এ আলোচনায় দলটি তার লিখিত প্রস্থাবনায় আরো জানান, নিবন্ধিত রাজনৌতিক দল গুলোর সাথে অন্তত বছরে দুইবার কমিশন আলোচনায় বসেন।

বাংলাদেশে রোহিঙ্গা প্রশঙ্গে বঙ্গবীর মত দেন, এ বিষয়ে নিরবতা আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিশ্ব দরবারে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আলোচনার দাবিও রাখে কাদের সিদ্দিকী।

এদিকে ১১৮ এর ১ অনুচ্ছেদ টি পড়ে বঙ্গবীর বলেন সংবিধানের এ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি একটি শক্তিশালী নিরবাচন কমিশন গঠন করতে পারে।

 নির্বাচন কমিশন গঠন সম্পর্কে রাষ্ট্রপতিকে দলের প্রস্তাব দিয়ে সন্ধ্যা ৬টায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটি।এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের সামনেতুলে ধরেন। সংবাদ সম্মেলনে দলটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতিক, কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ন-সম্পাদক ইকবার সিদ্দিকী, সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দীয় কমিটির সদস্য আইনজীবী রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেলসহ ছাএ আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ