প্রস্তুতি ম্যাচে রানে ফেরার ইঙ্গিত সৌম্যর

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: অনেক দিন ধরেই রান ছিল না সৌম্য সরকারের ব্যাটে। গত মার্চে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানের ইনিংসের পর একপ্রকার রান–খরার মধ্যেই ছিলেন। বাজে ফর্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন। বিপিএলেও রান পাননি। শেষ সুযোগ হিসেবে হয়তো নিউজিল্যান্ড সফরে গেছেন। তবে এই সফরের শুরুতেই রানে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। আজ ওয়াঙ্গুনাইয়ের কোবহাম ওভালে প্রস্তুতি ম্যাচে ব্যাট কিছুটা হলেও হেসেছে তাঁর। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৪০ রান করে আউট হয়েছেন তিনি। তাঁর ৪০ রান আসে ৪৭ বলে, ৪টি চারে।
৪৩ ওভারে সীমাবদ্ধ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৫ রান তুলেছে বাংলাদেশ। সৌম্যর ৪০ ছাড়াও ব্যাট হেসেছে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের। দুজনেরই সংগ্রহ ৪০-এর ঘরে। মাহমুদউল্লাহ ৪৩ রান করে নিজেকে তুলে নেন। ৪৬ বলে এই রান করেন তিনি। দ্রুততার সঙ্গে ৪১ বলে ৪৫ করেন মুশফিকুর রহিম। ইমরু​লও দ্রুততার সঙ্গে ২৯ বলে ৩৬ করে আউট হন।
স্কোরবোর্ডে ৭ রান উঠতেই ফিরে যান তামিম ইকবাল। ১ রানে আউট হ​ওয়া তা​মিমের সফরের শুরুটা ভালো হলো না। ২৩ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান। ১১ রানে আউট হয়েছেন সাব্বির রহমান। তবে প্রথমবারের মতো জায়গা পাওয়া তানভীর ১১ রান করেন। শেষের দিকে ১৯ বলে ২১ রানের ঝড় তোলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিউজিল্যান্ড একাদশের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন ব্রেট হ্যাম্পটন ও সোয়ান হিকস। একটি করে উইকেট তুলে নিয়েছেন ইয়ান ম্যাকপেকে, হেনরি শিপলি ও আজাজ প্যাটেল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ