প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলও ২৯ ডিসেম্বর
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ওই দিন বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল ২৯ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
গত ২০ নভেম্বর শুরু হয়ে ওই মাসেই শেষ হয়েছিল সমাপনী পরীক্ষা। দুই পরীক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। তবে এর মধ্যে অনুপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ১৭ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন। কিন্তু অনুপস্থিত ছিল ৪২ হাজার ২৯৯ জন।