বার্লিন হামলাকারীর সম্ভাব্য সঙ্গীদের ধরতে জার্মানীতে ব্যাপক অভিযান
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জার্মানীতে শনিবার বার্লিনে সন্দেহভাজন ট্রাক হামলাকারীর সম্ভাব্য সঙ্গীদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। মিলানে ইতালির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হওয়ার একদিন পর এ অভিযান শুরু হয়েছে।
জার্মানির অধিকাংশ মানুষ বড়দিনের উৎসব পালনের প্রস্তুতিতে ব্যস্ত থাকা সত্ত্বেও কয়েকশ তদন্ত কর্মকর্তা এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সোমবার তিউনিশিয়ান আনিস আমরী (২৪) বার্লিনে ট্রাক হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
ধারণা করা হচ্ছে হামলাকারী ট্রাকটি ছিনতাই করে এ হামলা চালায়।
আনিস আমরী জার্মানীতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে। কিন্তু তার এই আবেদন নাকচ করা হয়।
শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল আমরীর নিহতের ঘটনায় ইতালিকে ধন্যবাদ জানান।
পলাতক ওই হামলাকারী নতুন করে হুমকি হিসেবে দেখা দেবেনা ভেবে তিনি স্বস্তি প্রকাশ করেন।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘সন্ত্রাসবাদের বিপদ এখনও কাটেনি।’
শুক্রবার মিলানের সেস্তো সান গিওভান্নি রেল স্টেশনের কাছে ভোর বেলা দুই কর্মকর্তা নিয়মিত পরিচয় যাচাইয়ের জন্য আমরীকে থামালে সে দুই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এক কর্মকর্তা সামান্য আহত হন।
পরে ২৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা লুকা স্কাটার গুলিতে আমরী নিহত হয়।