মাদক চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফ’র মাঝে আলোচনা
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মাঝে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে শুক্রবার সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বন্ধে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের চোরাচালান কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
জেলার পবা উপজেলার মাজার দিয়ার বিজিবি ফাঁড়িতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তিন ঘন্টা ব্যাপি এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তের মানচিত্র ও রেকর্ড তৈরিতে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ এর কাছে সহযোগীতা চাওয়া হয়। এ সময় বিএসএফও এ বিষয়ে সহযোগীতা কামনা করে।
বৈঠকে শিশু, নারী ও মাদক চোরাচালান বন্ধ, টহল চলাকালে বিজিবি-বিএসএফ এর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সাধারণ মানুষের অবৈধ অনুপ্রবেশ বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়।
পতাকা বৈঠকে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধির নেতৃত্ব দেন বেটালিয়ান কমান্ডার লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এবং ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ৮৩ ব্যাটালিয়ান কমান্ডার জেবু ডি মাথু। এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসার ও কম্পানি ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বিজিবি কমান্ডার অফিসার সোহেল পাঠান জানান, অত্যন্ত সৌহার্দময় পরিবেশে দুই দেশের দ্বিপাক্ষিক অভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বন্ধকে সর্বচ্চো অগ্রাধিকার দেওয়া হয়।
আলোচনায় বিজিবি-বিএসএফ সীমান্তে যেকোনো মূল্যে চোরাচালান বন্ধে ঐক্যমতে পৌঁছেছে। বৈঠকে বলা হয়, যদি সীমান্তে কোনো সমস্যা দেখা দেয় তবে দুই দেশের কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে।