শাবিতে অপেক্ষমান তালিকায় ভর্তি ২৭ ও ২৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরআগে গত ১৮ থেকে ২০ ডিসেম্বর মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
‘বি’ ইউনিটের অপেক্ষামান তালিকা থেকে ভর্তি ২৭ ডিসেম্বর মঙ্গলবার এবং ‘এ’ ইউনিটে ২৮ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে ।
২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর অপেক্ষামান তালিকার ১ থেকে ৫৭৯, গ্রুপ-২ ‘এ’ ১ থেকে ১২ জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া গ্রুপ ১ এ কোটায় অপেক্ষমান তালিকা থেকে মুক্তিযোদ্ধা ১-১২, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১ থেকে ৬ প্রতিবন্ধী ১ থেকে ১৪ এবং পোষ্য কোটার ১ থেকে ২ জন , গ্রুপ-২ থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রথম ১ জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।
অন্যদিকে ২৮ ডিসেম্বর বুধবার নয়টায় ‘এ’ ইউনিটে অপেক্ষমান তালিকায় বিজ্ঞানের ১ থেকে ২শ‘ ৩০, মানবিক শাখার ১ থেকে ৫০ এবং বাণিজ্যের অপেক্ষমান তালিকার ১ থেকে ২০ পর্যন্ত শিক্ষার্থীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।
বেলা ২ টায় একই ইউনিটের বিজ্ঞান বিভাগে অপেক্ষমান তালিকার মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ৪, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১ থেকে ৩, প্রতিবন্ধী কোটার ১ থেকে ৪ ও পোষ্য কোটার প্রথম ১ জনকে ডাকা হয়েছে।
মানবিক শাখার মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ৩, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) কোটার প্রথম ১ জন ও প্রতিবন্ধী কোটায় ১ থেকে ৪ জনকে এবং বাণিজ্য শাখায় মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ২ ও প্রতিবন্ধী কোটার অপেক্ষমান তালিকার প্রথম জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এ ছাড়া বিকেলে অলিম্পিয়াড ও আন্তজার্তিক শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ