ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেল আর নেই
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: আশির দশকের সাড়া জাগানো ও জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেল মারা গেছেন। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাসভবনে ৫৩ বছর বয়সী এই সংগীত তারকা মারা যান।
১৯৮২ সালে সংগীতশিল্পী জর্জ মাইকেল ও অ্যান্ড্রু রিজলি ‘হোয়াম’ গড়ে তুলেছিলেন। হোয়ামের মাধ্যমে গায়ক হিসেবেই এই তারকার ক্যারিয়ার শুরু হয়।
১৯৮৬ সালে হোয়াম ভেঙ্গে যাওয়ার পর জর্জ মাইকেল একক গায়ক হিসেবে ব্যাপক সাফল্য পান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার প্রকাশক বলেন, বড়দিনে অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে ‘শান্তিপূর্ণভাবেই তিনি চিরনিদ্রায় শায়িত হন।’
থামেস ভ্যালির পুলিশ জানিয়েছে, তারা এই মৃত্যুর কোন ব্যাখ্যা খুঁজে পাননি। তবে এতে রহস্যজনক কিছুও পাওয়া যায়নি।
সাবেক হোয়ামে তার সহশিল্পী অ্যান্ড্রু রিজলি বলেন, ‘আমার প্রিয় বন্ধুর মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত।’
তিনি আরো বলেন, সঙ্গীত জগৎসহ গোটা বিশ্ব আজীবন তাকে ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।