বার্সেলোনার নতুন কোচ মার্টিনো

martinoস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনো। মঙ্গলবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, টিটো ভিলানোভার এই উত্তরসূরি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

ক্লাব ওয়েবসাইটে বলা হয়, বার্সেলোনার সঙ্গে মার্টিনোর চুক্তি সাক্ষর এবং তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

‘টাটা’ হিসেবে পরিচিত মার্টিনো আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েসের হয়ে খেলার পর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্যারাগুয়োর জাতীয় দলেরও দায়িত্বে ছিলেন তিনি।
তিনি হবে বার্সেলোনার ইতিহাসে চতুর্থ আর্জেন্টাইন কোচ।

অসুস্থতার কারণে গত শুক্রবার বার্সাকে ভিলানোভা বিদায় জানানোর পর থেকে নতুন কোচের সন্ধানে নামে কাতালান দলটি। সোমবার স্পেনের গণমাধ্যমগুলোতে সম্ভাব্য কোচ হিসেবে মার্টিনোর নাম এলেও মঙ্গলবার তা নিশ্চিত করে বার্সেলোনা।

১৭ বছর বয়েসে মার্টিনোর ফুটবল জীবনের শুরু আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসে। এই দলটিতেই তিনি কাটিয়েছের ক্যারিয়ারের সুবর্ণ সময়। দলটির হয়ে ৫০৫টি ম্যাচ খেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। নিউওয়েলস ভক্তদের ভোটে দলটির ইতিহাস সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন মার্টিনো।

পরে চিলি ও ইকুয়েডরের কয়েকটি ক্লাবেও খেলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ার শেষে বুটজোড়া তুলে রাখেন ১৯৯৬ সালে।

কোচ হিসেবেও বেশ সফল মার্টিনো। আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ‘বি’এর দল ব্রাউন আরেসিফের কোচ হিসেবে তার এই জীবনের শুরু। এরপর একে একে বেশ কয়েকটা ক্লাবের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি দায়িত্ব পান প্যারাগুয়ে জাতীয় দলের।GerardoMartinoতার অধীনে লাতিন আমেরিকার দেশটি ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে। তাছাড়া পরের বছর কোপা আমেরিকায় ফাইনাল খেলেছিল প্যারাগুয়ে।

এরপরই পুরানো ক্লাব ওল্ড বয়েসে ফিরে আসেন তিনি কোচ হিসেবে। সাফল্য পেতেও খুব একটা দেরি হয়নি। তার কোচিংয়ে এ বছরের কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে উঠেছিল দলটি। এর আগে লিগ শিরোপা জেতে ওল্ড বয়েস।
২০০৭ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ মনোনীত হয়েছিলেন টাটা মার্টিনো।

এসব প্রাপ্তি বা অর্জনের মাঝে একটা শুন্যতা অবশ্য থেকেই যাচ্ছে, এর আগে কখনোই ইউরোপীয় ফুটবলে কোচিং করাননি ৫০ বছর বয়সী মার্টিনো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ