আ.লীগ ৮টিতে, বিদ্রোহী ৩টিতে জয়ী
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বিএনপি-জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। সর্বশেষ পাওয়া খবরে আটটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।
তিন পার্বত্য জেলা ছাড়া ৬১টি জেলায় সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত এ ভোটে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেন। ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান পদের মধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নড়াইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সোহরাব হোসেন বিশ্বাস, রাজবাড়ীতে আওয়ামী লীগ প্রার্থী ফকীর আবদুল জব্বার, চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল, লালমনিরহাটে আওয়ামী লীগের প্রার্থী মো. মতিয়ার রহমান, গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সরকার, দিনাজপুরে আওয়ামী লীগের আজিজুল ইমাম চৌধুরী, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন, চাঁদপুরে আওয়ামী লীগ নেতা ওচমান গনি পাটোয়ারী, লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মো. শামছুল ইসলাম, পাবনায় আওয়ামী লীগ প্রার্থী রেজাউল রহিম, পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, পিরোজপুরে স্বতন্ত্র চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।