জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২.৩৩

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এতে পাসের হার ৯২.৩৩। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এই দুই পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর দুই পরীক্ষার ফল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে অংশ নেয় ২০ লাখ ৩৮ হাজার ৩০৩। আর জেডিসিতে অংশ নেয় ৩ লাখ ৭৮ হাজার ৪৭২ পরীক্ষার্থী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ