যানজটের দুর্ভাবনা দূর করতে ডিসিদের নির্দেশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যানজটকেই এখনকার সবচেয়ে বড় ‘দুর্ভাবনা’ হিসেবে উল্লেখ করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে সড়ক-মহাসড়কগুলোর পাশে অবৈধ স্থপনা উচ্ছেদেও জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
এছাড়া বর্ষার সময় সারা দেশের সড়ক-মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী রাখতেও ডিসিদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, “এখন সবচেয়ে বড় দুর্ভাবনা যানজট নিয়ে। এর চেয়ে বড় দুর্ভাবনা আর কিছুই নেই।”
তিনি বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন দেখি গাড়ির জালানা দিয়ে বিষণ্ণ-বিধ্বস্ত যাত্রীরা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে তখন আমি কষ্ট পাই।
“আমি যখন দেখি রমজানের সময় যানবাহনের জন্য রাস্তার পাশে যাত্রীদের চাতক অপেক্ষা, এ দৃশ্যপট আমাকে লজ্জা দেয়।”
যানজট নিরসনে চেষ্টা চলছে বলে জানান যোগাযোগমন্ত্রী।
পদ্মা সেতু, মেট্রোরেল ইত্যাদি নেক্সট জেনারেশন প্রজেক্ট- মন্তব্য করে মন্ত্রী বলেন, “এখন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে, সামনে তিন মাসের বেশি সময় নেই। এর চেয়ে বেশী ভেবে লাভ নেই, যতটুকু করা দরকার ততটুকুই করা হবে।”
সড়কগুলো সচল রাখতে মোবাইল ইউনিটসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
সড়ক-মহাসড়কগুলোর পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “জনপ্রতিনিধিরা মনে করছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ভোট কমে যাবে, তবে উচ্ছেদ করা হলে যানজট কমবে এবং দুর্ঘটনা কমে যাওয়ার ফলে ভোট আরো বাড়বে বলে আমি মনে করি।”
অবৈধ স্থাপনা উচ্ছেদে চেষ্টা চলছে এবং এ ব্যাপারে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ কর্ম অধিবেশনে রেলপথমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন।