৩৫ রুশ কূটনীতিক বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপের’ শাস্তি হিসেবে ৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে মেরিল্যান্ড এবং নিউইয়র্ক কম্পাউন্ট বন্ধ করে দেয়া হবে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ওয়াশিংটন ডিসি দূতাবাস এবং সান ফ্রান্সিসকো কনস্যুলেটের ৩৫ কূটনীতিককে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ আখ্যায়িত করে এদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে।
এছাড়া রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ এবং রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসসহ (এফএসবি) নয়টি সংস্থার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাশিয়ার কার্যক্রম সম্পর্কে সব মার্কিনিকে সতর্ক থাকতে হবে।
ওবামা মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর রাশিয়ার এমন আগ্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মার্কিনিদের প্রয়োজনীয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
তবে রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে।