দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হতে নির্দেশ

dc sonmelonরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর  হওয়ার নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।

বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সভায় বাণিজ্যমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনিএ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সভায় জেলা প্রশাসকরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজটি তারা আরো সুচারুরূপে কিভাবে সম্পন্ন করতে পারেন, তা জানতে চান। আমরা বলেছি, বাজার তদারকির সময় তারা যাতে মূল্য রশিদ বিবেচনায় নেন। পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী কত দিয়ে কিনে কত টাকায় বিক্রি করছে এটা বিবেচনায় নিয়ে বাজার তদারকি করলেই কেই অতিরিক্ত দাম রাখতে পারবে না।

জিএম কাদের বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য যাতে সুষমভাবে সব স্থানে সরবরাহ করা যায় সেজন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের।

ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, একই বিষয়ের উপর অনেকে একাধিক ট্রেড লাইসেন্স নিয়েছেন। এতে সমস্যার সৃষ্টি হয়েছে।

লবন চাষীরা ন্যায্যমূল্য পায় না জানিয়ে সভায় কক্সবাজারের জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেন।

জেলা প্রশাসকরা ফরমালিন নিয়ন্ত্রণের সুপারিশ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ফরমালিন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছি। ফরমালিন আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। একটি প্রতিষ্ঠান ফরমালিন আমদানির অনুমতি চাইলেও এখনো তাদের অনুমোদন দেওয়া হয়নি।

জয়পুর হাটের জেলা প্রশাসক বলেন, জয়পুরহাট সুগার মিলের বর্জ্য পদার্থ পরিশোধনাগার না থাকায় দূষিত বর্জ্য পদার্থের মাধ্যমে জেলার সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে।

নরসিংদীর জেলা প্রশাসক বলেন, তার জেলার উপর দিয়ে প্রবাহিত মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও হাড়িধোয়া নদী এবং এগুলোর শাখা নদীগুলোর আয়তন ২০ হাজার হেক্টর। এসব জলাশয় কারখানা ও শিল্প-বর্জ্য দিয়ে ভরাট হওয়ায় বেশির ভাগ জলাশয়ের পানি দূষিত হয়ে গেছে। এজন্য মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ