হজযাত্রী পরিবহনে বোয়িং ভাড়া করছে বিমান

hajjflightরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলতি বছর হজযাত্রী পরিবহনের জন্য একটি ‘বড় আকারের’ উড়োজাহাজ ভাড়ায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  ও প্রধান নির্বাহী কেভিন স্টিল এবিসি নিউজ বিডিকে এ তথ্য জানান।তিনি বলেন, চলতি বছর হজযাত্রী পরিবহনের  জন্য একটি ৫৮২ আসনের বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ভাড়ায় আনার সিদ্ধান্ত হয়েছে। বিমানের ৪১৯ আসনের নিজস্ব একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজও হজযাত্রী বহনের কাজে নিয়োজিত থাকবে।

এর বাইরে প্রায় সাত হাজার হজযাত্রীকে জেদ্দাগামী বিমানের নিয়মিত ফ্লাইটে পরিবহন করা হবে বলে বিমান এমডি জানান।

নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজযাত্রী পরিবহন করা হলে শিডিউল ফ্লাইটে চাপ পড়বে কি না  জানতে চাইলে কেভিন বলেন, নিয়মিত ফ্লাইটগুলো নির্বিঘ্নে চালাতে একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ ভাড়ায় আনার পরিকল্পনা রয়েছে। এটি দিয়ে মূলত বোয়িং ৭৭৭ উড়োজাহাজটির শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।

গত বছরের মতো এবারও হজযাত্রী পরিবহনের দায়িত্ব কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে দেয়া হবে না বলে জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ৮৮ হাজার ১০ জন হজের জন্য টাকা জমা দিয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন এক হাজার ৪৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮৬ হাজার ৫২২ জন।

বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস; আর বাকি অর্ধেক যাবেন সৌদি আরবের বিমান সংস্থা নাস এয়ারে।

এই হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৪ হাজার হজযাত্রীকে সৌদি আরব নিয়ে যাবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ