ঘাতকের বুলেট এফোঁড়-ওফোঁড় করেছে সাংসদের বুক

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ক্ষমতাসীন দলের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বুকের ডান দিক দিয়ে ঢুকে একটি গুলি বেরিয়ে গেছে। শরীরের ভেতরে থেকে যাওয়া অপর গুলিটি বের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের এসব কথা জানান।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের লাশের ময়নাতদন্ত আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। এরপর নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ‘সাংসদ লিটনের বুকের ডান দিকে একটি গুলি বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। একটি ভেতরে আটকা পড়ে। এটি বের করা হয়েছে। এ ছাড়া তাঁর বাঁ হাতেও তিনটি গুলি লাগে।’ ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলে জানান নারায়ণ চন্দ্র সাহা।

গতকাল শনিবার সন্ধ্যায় মনজুরুল ইসলাম লিটনকে তাঁর গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামের ড্রয়িংরুমে (বসার কক্ষে) ঢুকে দুর্বৃত্তরা গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এরপর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রংপুরে জানাজা, লাশ আসবে ঢাকায়
আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে মনজুরুল ইসলামের মরদেহ নিয়ে দুপুর ১২টায় রংপুর পুলিশ লাইনস মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রাজু, রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সুন্দরগঞ্জে হরতাল চলছে
সাংসদ হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ সকাল থেকে হরতাল চলছে। বামনডাঙ্গা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেন সকাল সাড়ে আটটা থেকে আটকে রেখেছে সাংসদের সমর্থকেরা। সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সুন্দরগঞ্জের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত হরতাল চলবে বলে জানিয়েছেন বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন।

সাংসদ হত্যায় মামলা হয়নি
গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি তাঁদের নাম বলেননি।

স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত অথবা উগ্রপন্থীদের সন্দেহ করছে।

সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি ছিলেন সাংসদ মনজুরুল। তিনি জামিনে ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ