রাশিয়ার হ্যাকিং সম্পর্কিত মার্কিন গোয়েন্দা তথ্য নিয়ে ফের সন্দেহ প্রকাশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কিত গোয়েন্দা তথ্য নিয়ে ফের সন্দেহ প্রকাশ করেছেন।
শনিবার ফ্লোরিডার মার-আ-লাগোতে তার ভবনে সাংবাদিকদের বলেন, ‘বেশ, আমি এ ব্যাপারে নিশ্চিত হতে চাই। কারণ, এটা খুবই গুরুতর অভিযোগ।’
তিনি বলেন, রাশিয়া হ্যাকিং করতে পারে এ ধরনের কোন সন্দেহ থাকলে তাদের যুক্তরাষ্ট্রের তথ্যপ্রবাহে ঢোকার সুযোগ দেয়া অযৌক্তিক।
ট্রাম্প বলেন, ‘আমি অনেক হ্যাকিংয়ের কথা জানি। আর হ্যাকিংয়ের তথ্য প্রমাণ করা খুবই কঠিন। এবং আমি অনেক কিছু জানি, যা অন্যরা জানে না।’
তিনি কি জানেন যা অন্যরা জানে না সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গল-বুধবারের মধ্যে আপনারাই খুঁজে বের করতে পারবেন।
আগামী ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পর তার প্রশাসনের কাছে সাইবার নিরাপত্তা কতটা গুরুত্ব পাবে এ প্রশ্নও ট্রাম্পকে করা হয়।
জবাবে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কোন তথ্য থাকে, তাহলে আপনারা লেখেন অথবা মতামত কুরিয়ার করে পাঠান।’