ইস্তাম্বুলে হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বিদেশী
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: তুরস্কের ইস্তাম্বুল নগরীর একটি নাইটক্লাবে নববর্ষ উদযাপনকালে বন্দুক হামলায় যে ৩৯ জন নিহত হয়েছে তার মধ্যে অন্তত ১৬ জন বিদেশী নাগরিক রয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু এ কথা জানান।
টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেন, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। এদের ১৬ জন বিদেশী ও ৫ জন তুরস্কের নাগরিক। হামলায় আহত আরো ৬৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
নিহত অপর ১৮ জনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।