পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার  (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে নতুন নতুন পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো। আর এগিয়ে যাওয়ায় সরকারি খাতের পাশাপাশি দেশের বেসরকারি খাতকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিতে এগিয়ে যেতে আমরা বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুত, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সুবিধা নিয়ে কেবল নিজেরা বড়লোক হলে চলবে না। দেশের মানুষের কল্যাণেও কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের মানুষেরও ক্রয়ক্ষমতাসহ অন্যান্য অবস্থানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই উৎপাদিত পণ্যের দেশীয় বাজার গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্য মেলার স্থায়ী আয়োজনে সরকারের উদ্যোগ সম্পর্কে বলেন, পূর্বাচলে ৬০ বিঘা জমির ওপর স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র তৈরির কাজ শিগগিরই শুরু হবে। চীনের অর্থায়নে ২০১৯ সালে এটির নির্মাণকাজ শেষ হবে।

তোফায়েল আহমেদ জানান, এ বছর ২১টি দেশ (বাংলাদেশসহ) মেলায় অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশ ছাড়া যেসব দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, সেগুলো হলো ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মরিশাস, নেপাল, হংকং, জাপান, ভুটান, বাহরাইন, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনের এবারের মেলাস্থল। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারের মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে (পূর্ববর্তী তিন বছরের মতো) প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ