ট্রাকে করে বিশেষ কায়দায় আনা হচ্ছিল ফেনসিডিল

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: সীমান্তবর্তী জেলা যশোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করার জন্য ফেনসিডিল ঢাকায় এনেছিল দুই মাদক ব্যবসায়ী। ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কায়দায় এসব ফেনসিডি রাখার ব্যবস্থা ছিলো। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তুরাগ এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তার করা হয়। ট্রাকে তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষ কায়দায় রাখা এসব ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। যে ট্রাকটি জব্দ করা হয়েছে সেটি মূলত ফেনসিডিলের চালান আনা-নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ট্রাকটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এর পাটাতনের নিচে ফেনসিডিল লুকানো আছে। এই ট্রাকটি মূলত ফেনসিডিল চালানের জন্য ব্যবহার করা হতো। এই চক্রের সঙ্গে জড়িত আরও সদস্য রয়েছে আদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার ধউর বেড়িবাঁধ এলাকা থেকে দুই হাজার আটশ ৫০ বোতল ফেনসিডিলসহ হারুনুর-রশিদ (৪৬) ও সাদ্দাম হোসেন (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ