শাহরুখের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে ফের একসঙ্গে সিনেমায় দেখার খবর বের হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাদের এক পর্দায় আনতে চলেছেন সঞ্জয় লীলা বানশালি। ‘পদ্মাবতী’র পর তিনি শাহরুখ ও প্রিয়াঙ্কাকে নিয়ে একটি সিনেমা তৈরি করবেন।

কিন্তু এ নিয়ে এতোদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা। তিনি জানালেন, সঞ্জয় লীলা বানশালির সঙ্গে তিনি দেখা করেছেন। কিন্তু ছবি নিয়ে কোনো কথা হয়নি তাদের।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘এই খবরের কোনো সত্যতা নেই। আমি বানশালির সঙ্গে দেখা করেছি। আমরা কাজ নিয়ে সবসময় কথা বলি। আমি তার কাজের ভক্ত। আমি সবসময় তার সঙ্গে কাজ করব, যদি তিনিও আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক থাকেন।’

এদিকে বলিউডে গুঞ্জন চলছে, কবি ও গীতিকার সাহির লুধিয়ানভির জীবন নিয়ে ছবি বানাবেন বানশালি। ছবির নাম ‘গুস্তাখিয়াঁ’। লুধিয়ানভির চরিত্রে ইরফান খান ও ফাওয়াদ খানের নামও শোনা যাচ্ছিল। কিন্তু সর্বশেষ খবর, বানশালি নাকি এরমধ্যেই শাহরুখ খানের সঙ্গে দেখা করেছেন। শাহরুখকে চিত্রনাট্যও পড়তে দিয়েছেন বানশালি।

মিডিয়ার খবর, শাহরুখ এখনও ‘গুস্তাখিয়াঁ’র জন্য চুক্তি করেননি। তবে চিত্রনাট্য তার ভালো লেগেছে তার। ছবিটি নিয়ে বানশালি ও শাহরুখ অনেক আলোচনাও করছেন বলে জানা গেছে। যদিও এ ছবিতে প্রিয়াঙ্কা ও শাহরুখ জুটিকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ