গত বছরের সেরা ৫টি গেমস

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ২০১৬ সালের সেরা পাঁচটি গেমসের তালিকা প্রকাশ করেছে গুগল ও অ্যাপল। ডাউনলোডের দিক দিয়ে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের এসব গেমস সবার শীর্ষে রয়েছে

তাহলে জেনে গত বছরের আলোচিত পাঁচটি গেমসের কথা…..

১. পোকেমনগো
২০১৬ সালে প্লে স্টোরে সেরা গেমের মর্যাদা পেয়েছে পোকেমনগো। গেমস হিসেবে এই অ্যাপ ছিল ডাউনলোডের শীর্ষে।

২. ক্ল্যাশ রয়্যাল
ক্ল্যাশ অব ক্লান নির্মাতার তৈরি রিয়েল টাইম মাল্টিপ্লেয়ার গেমসটি ২০১৬ সালে জনপ্রিয় গেমিং অ্যাপ্লিকেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।

৩. আলটিমেট নিনজা ব্লাজিং
পরিকল্পনানির্ভর যুদ্ধের গেমটি এ বছর জনপ্রিয় গেম হিসেবে স্থান করে নিয়েছে।

৪. ড্রিম লিগ সকার
নিজের ফুটবল টিম তৈরি করে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করা গেমটি গুগলের সেরা অ্যাপের তালিকায় স্থান পেয়েছে।

৫. স্লিথার
যারা স্নেক গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য স্লিথার গেমটি দারুণ। এ বছর গুগল প্লে স্টোরে এ গেমস জনপ্রিয় হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ