দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তার দণ্ড

dudokরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ দুর্নীতির মামলায় সাবেক এক কাস্টমস কর্মকর্তাকে তিন বছরের  কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

দণ্ডিত আবদুল কুদ্দুস কাস্টমস অ্যাপ্রেইজার হিসেবে কর্মরত ছিলেন।

জ্ঞাত আয় বহির্র্ভত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি কুদ্দুসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা না দিলে আরো ছয়মাস কারাভোগ করতে হবে সাবেক এই কাস্টমস কর্মকর্তাকে।

দুদকের আইনজীবী (পিপি) মাহমদুদুল হক এবিসি নিউজ বিডিকে বলেন,  সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আবদুল কুদ্দুসকে এই দণ্ড দিয়েছে।

২০১০ সালের ২২ অগাস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খলিলুর রহমান নগরীর ডবলমুরিং থানায় আবদুল কুদ্দুসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেন।  তার বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ৩১ লাখ ৫৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পরের বছর ৩০ মে মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।  একই বছর ৩০ নভেম্বর কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

রাষ্ট্রপক্ষের ১৪ জন  এবং আসামিপক্ষের পাঁচ জন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দেয় আদালত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ