ইরাকে ফ্রান্সের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধরত ইরাকি বাহিনীকে সহায়তাকারী ফরাসি বাহিনীর সঙ্গে সাক্ষাৎ ও ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সোমবার এখানে এসে পৌঁছছেন।
ওলাঁদ এর আগে ২০১৪ সালেও একবার ইরাক সফর করেছিলেন। আড়াই বছর আগে জিহাদিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা শুরু হওয়ার পর ক্ষমতাধর কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনিই এখন পর্যন্ত ইরাক সফর করেছেন।
ইরাকে এক দিনের সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট দেশটির উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানে যাবেন। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জ্যাঁ-ভেস লি দ্রিয়ান তার সঙ্গে সফরে রয়েছেন।
মার্কিন নেতৃত্বাধীন জোটে অবদান রাখা দ্বিতীয় বৃহত্তম দেশ হল ফ্রান্স। জোট ইতোমধ্যে সিরিয়া ও ইরাকে আইএসের ওপর কয়েক হাজার হামলা চালিয়েছে এবং ইরাকি বাহিনীকে সামরিক সরঞ্জামাদি সরবরাহ এবং প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছে।
জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে ফ্রান্সের ১৪ টি জঙ্গি বিমান অবস্থান করছে এবং এখান থেকে বিমানগুলো জোটের অভিযানে অংশ নিচ্ছে।
এছাড়া ফ্রান্সের ৫শ সৈন্য ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। মসুল নগরী পুনরুদ্ধারে চলমান অভিযানে সহায়তা করতে নগরীতে সামরিক যান মোতায়েন রয়েছে।