দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে ধসে পড়া কাঁচাবাজার অংশের দোকানগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আর যাতে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা করা হয়েছে।

মার্কেটের ভেতর থেকে বেরিয়ে এসে মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাইস ​প্রিন্সিপাল এ বি এম ফেরদৌস সাংবাদিকদের এসব তথ্য জানান। আগুন নেভাতে এত সময় লাগার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

ফেরদৌস বলেন, এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়সংখ্যক ইউনিট এখনো কাজ করছে। তারা রাত থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।

এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রায় ১৫ ঘণ্টা পরও আগুন না নেভায় দোকানদারদের মধ্য তীব্র ক্ষোভ দেখা গেছে। নাজিমুদ্দিন নামের একজন ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে গুলশান। সেই গুলশানের মতো জায়গায় ১৫ ঘণ্টায় আগুন নেভাতে পারছে না, এটা কেমন ডিজিটাল আর উন্নত বাংলাদেশ।’

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স সদর দপ্তরের পক্ষ থেকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কমিটির প্রধান হচ্ছেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন, সদস্যসচিব ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ। আর অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক (জোন ৬) সালেহ উদ্দিন, তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার তানহারুল ইসলাম ও ওয়ার হাউস পরিদর্শক শরিফুল ইসলাম।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ