ডিআইএ’র নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ব ধারণা পরিবর্তন করে সততা ও নিষ্ঠার ভাবমূর্তি গড়তে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এটা দৃশ্যমান করতে হবে।’
মন্ত্রী মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়াধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে শেখ রাসেল স্মৃতি মিলনায়তন উদ্বোধন এবং ভাষা আন্দোলন, ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের সাথে সাথে মানুষের বোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। একটি পরিবারে ছেলেমেয়েরা তাদের বাবাকে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চায়। দুর্নীতিবাজ হিসেবে দেখতে চায় না। অসৎ উপার্জন নিয়ে তারা গর্ব করতে পারে না।’
তিনি বলেন, দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় সামগ্রিক বিষয়গুলো দেখতে হবে। আর্থিক হিসেবের পাশাপাশি লেখাপড়ার মান, পরিবেশ, শিক্ষকরা ঠিকভাবে ক্লাস নিচ্ছেন কিনা- এ বিষয়গুলো পরিদর্শন প্রতিবেদনে তুলে ধরতে হবে।
অধিদপ্তরে এখনও যারা অসৎ আছেন, দ্রুত তাদের নিজেদের সংশোধনের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, অন্যথায় তারা কেউ রেহাই পাবেন না। তিনি পিয়ার ইন্সপেকশন পদ্ধতিতে পরিদর্শন কাজ চালু করারও নির্দেশ দেন।
ডিআইএ’র পরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন ও মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী অধিদপ্তরে নবনির্মিত শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বাঙালির মহান ভাষা আন্দোলন, ৭ মার্চের এতিহাসিক ভাষণে স্বাধীনতার ঘোষনা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ম্যুরাল উন্মোচন করেন। এসময় তিনি ডিআইএ’র কর্মকর্তা-কর্মচারিদের বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পিয়ার ইন্সপেকশন সফটওয়্যার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডিআইএ’র যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার।