ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ফেলে দুই শিশুকে হত্যা

brahmanbariaরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পানিতে ফেলে দুই শিশুকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে বুধবার ভোরে হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্বজনদের দাবি, গৃহবধূ রোমেনা আক্তার (২৬) নিজের দুই ছেলে সম্রাট (৩) ও তাজিনকে (১) পানিতে ফেলে হত্যা করেন এবং পরে নিজে পুকুরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তবে, রোমেনা তার সন্তানদের হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বজনদের বরাত দিয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া জানান, ইফতার খাওয়া নিয়ে আলী আকবরের স্ত্রী রোমেনা আক্তারের সঙ্গে শ্বাশুড়ির কথা কাটাকাটি হয়।

এর জেরে বুধবার ভোররাতে রোমেনা তার দুই ছেলেকে বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন এবং নিজে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালান।

এতে দুই ছেলের মৃত্যু হয়েছে, কিন্ত রোমেনা বেঁচে যান। তবে, তিনি পুকুরের একটি খুঁটিতে মাথায় আঘাত পান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, আলী আকবর (৩৬) চট্টগ্রামে দর্জির কাজ করেন। অভাবের সংসারে তার স্ত্রী ও মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরেই রোমেনা এ ঘটনা ঘটান।

এ ব্যাপারে রোমেনা সাংবাদিকদের বলেন, তিনি তার সন্তানদের হত্যা করেননি।

কে করেছে তা পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞেস করতে বলেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ