গাজীপুরে ট্রাক খাদে নিহত ৪
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ট্রাকের চালক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে বাঘিয়া-রাজাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার ট্রাকচালক সোহেল মিয়া (২৯), রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার সুজন রায় (২৩), দিলিপ রায় (২২) ও কাজল রায় (২৪)।
নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী বলছে, সুজন, দিলিপ ও কাজল ১১ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় করম মোল্লার ব্রিকস নামের একটি ইটভাটায় শ্রমিক ছিলেন। রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ইটভাটায় ফিরছিল ট্রাকটি। বাঘিয়ায় পৌঁছালে একপর্যায়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই তিন ট্রাকশ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ট্রাকচালক।
আহত ট্রাকচালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, ওই এলাকায় সরকারি জমিসহ বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে ৭০-৮০ ফুট গভীর গর্ত করা হচ্ছে। সেগুলোর মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। তাঁরা এভাবে মাটি কাটা বন্ধ করার দাবি জানান।
দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে বেঁচে যাওয়া আরেক শ্রমিক সুবল চন্দ্র রায় জানান, আমরা চারজন শ্রমিক ট্রাকের ভেতর চালকের পাশে ঘুমিয়েছিলাম। ভাটার পাশে এসে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। আমি কীভাবে যেন ট্রাক থেকে বেরিয়ে আসি। অন্যরা ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেননি। পরে স্থানীয় লৈকজন তাঁদের উদ্ধার করেন।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলা প্রক্রিয়াধীন।