বন্দুকযুদ্ধে জঙ্গিনেতা মারজানসহ নিহত ২
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশ জানায়, ‘বন্দুকযুদ্ধে’ গুলশান হামলার অন্যতম হোতা নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম মারজান ও তার এক সঙ্গী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট বেড়িবাঁধ এলাকায় একটি চেকপোস্ট বসায়। রাত ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে তারা সেখানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে তারা গ্রেনেড ছোড়ে ও গুলি করে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থানার গাড়িতে করে এক পুলিশ গুলিবিদ্ধ দুইজনের লাশ হাসপাতালে নিয়ে আসে। তাদের একজনের আনুমানিক বয়স ২৮, আরেকজনের ৩২। নিহতদের মরদেহ ঢামেক মর্গে রয়েছে।