কোনো জঙ্গি রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: কোনো জঙ্গি রেহাই পাবে না, সবাইকে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘বন্দুকযুদ্ধে’ গুলশান হামলার অন্যতম হোতা ও নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম মারজান নিহত হওয়ার পর শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিবিরোধী তৎপরতায় জঙ্গিরা আরও কোণঠাসা হয়ে পড়ছে।
উল্লখ্য, মারজান ও তার এক সঙ্গী ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।