টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হেরে গেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে কিউইরা। কিউইদের ছুঁড়ে দেওয়া ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই ১৪৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে মুনরোর সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৯৫ রান তোলে কিউইরা। ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি তুলে নেন কলিন মুনরো।

মুনরোর পাশাপাশি ব্যাট হাতে আলো ছড়ান আগের ম্যাচে অভিষিক্ত টম ব্রুস। ৩৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ব্যাট হাতে ঝড় তোলা মুনরো (১০১) ৫২ বলে সমান ৭টি চার ও ৭টি ছক্কায় শতক পূর্ণ করেন।

বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ
বিশাল লক্ষ্য তাড়ায় সাব্বির রহমান ও সৌম্য সরকারের ব্যাটে এক সময়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৪৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ।

৪৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজও জিতল নিউ জিল্যান্ড।

সাব্বিরের ৪৮, সৌম্যর ৩৯ রানের পরও ১৮.১ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৩৬ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার ইশ সোধি। কেন উইলিয়ামসন ও বেন হুইলার নেন দুটি করে উইকেট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ