আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক (বিএসএফ) সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছিল।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহম্মদ জানায়, ওই বিএসএফ সদস্য নারায়ণতলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল । এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনগণের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে অস্ত্র ও ওয়ারলেসসহ আটক করেছিল। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।