কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ: রিজভী
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: সারা দেশে আগামীকাল রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ করতে না দেওয়া এবং ৫ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে দলটি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। দেশের সব জেলা ও মহানগরে এবং রাজধানী ঢাকার থানায় থানায় এই কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান দেখা গেছে। এর মধ্যেই কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করেন রিজভী। কার্যালয়ের বাইরে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। ভেতরে রিজভীর সঙ্গে কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।
পুলিশ মোতায়েনের কারণ জানতে চাইলে রমনা থানার পরিদর্শক কাজী শাহীদুজ্জামান বলেন, ‘এখানে বিএনপি একটি কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের কাছে তথ্য আছে, বিএনপির দুই গ্রুপে গোলমাল হতে পারে। জনস্বার্থ রক্ষায় আমরা এখানে এসেছি।’ বিএনপির কোন দুই গ্রুপে গোলমাল হতে পারে তা তিনি জানাননি।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি আজ শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি পায়নি। এ ক্ষেত্রে দলটি নয়াপল্টনে হলেও ‘গণতন্ত্র হত্যা’ দিবসের এই সমাবেশ করতে চেয়েছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো সিদ্ধান্ত বা ভাষ্য পাওয়া যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে ভাসানী মিলনায়তনে দলের এক যৌথ সভায় নয়াপল্টনে হলেও সমাবেশ করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও এর শরিকেরা। এরপর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করছে বিএনপি।