স্পীকারের সাথে নিসচা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সাথে সংসদ ভবনে তার কার্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর নেতৃত্বে ৪ সদস্যের এক প্রতিনিধি দল ৪ জানুয়ারী সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন, নিসচার যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয় ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারিহা ফাতেহ।
সাক্ষাৎকালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিসচা’র কার্যক্রম সম্পর্কে স্পীকারকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিকতার সাথে স্পীকার নিসচার কার্যক্রম শুনেন এবং নিসচা’র কার্যক্রমের তিনি ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) মেয়রদ্বয়ের সাথে কথা বলবেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
আগামী ২৮ জানুয়ারী ঢাকার গুলিস্থানস্থ মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিতব্য নিসচার ৭ম মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে স্পীকারকে আমন্ত্রণ জানানো হয়। স্পীকার এই আমন্ত্রণ গ্রহণ করে বলেন, নিসচা দেশের একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ