ক্ষুব্ধ হয়ে মঞ্চেই সোনার কোট পিন ফিরিয়ে দিলেন কাদের

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে উপহার হিসেবে দেওয়া একটি সোনার কোট পিন ফিরিয়ে দিয়েছেন। রোববার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় পদ্মা সেতুর সংযাগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরপরই শিবচরের মাদবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী মঞ্চে উঠেন। তিনি সোনার তৈরি নৌকাকৃতির একটি কোট পিন হাতে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে তা ওবায়দুল কাদেরের কোটে লাগিয়ে দিতে যান।

তখন ইউপি চেয়ারম্যান সুলতানকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ক্ষুব্ধ হয়ে বলেন,  ‘না..না..আমি সোনার নৌকা নেব না।’

ইউপি চেয়ারম্যান এরপরও নৌকাটি নেওয়ার অনুরোধ করলে মন্ত্রী রাগত স্বরে বলেন,  “এসব তোমরা আনো কেন? এসব সোনা-টোনা আনবা না। তোমরা এসব নিয়ে আসো কেন?” পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের কাছে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তব্য দিতে শুরু করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ