রুশ হ্যাকিংয়ের অভিযোগ স্বীকার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ডেমোক্র্যাটিক পার্টির সার্ভারে সাইবার হামলার পেছনে রাশিয়া ছিল, ট্রাম্প এটি মেনে নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রাইনস প্রিবাস। তবে হ্যাকারদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিচালনা করেছেন, এতে ট্রাম্প একমত হয়েছেন কিনা তা পরিষ্কার করেননি তিনি।
‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে প্রিবাস বলেন, “এই ঘটনাটিতে রাশিয়ার ভূমিকা তিনি মেনে নিয়েছেন, তাই এটি আর ইস্যু নয়।” রাশিয়ার সাইবার হামলা যে ট্রাম্প মেনে নিয়েছেন, এই প্রথম রিপাবলিকান শিবিরের কেউ এ কথা স্বীকার করলেন।
ওই সাইবার হামলার পেছনে রাশিয়া আছে এবং তাকে জয়ী হতে রাশিয়া সাহায্য করেছে, এতদিন এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন ট্রাম্প। ওই হ্যাকিংয়ের পেছনে হয় চীন অথবা অন্য কোনো হ্যাকার’ জড়িত বলে দাবি করছিলেন ট্রাম্প।