পিয়ংইয়ংয়ের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে : সিউল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনার ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন সাং-আন সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, গণতান্ত্রিক কোরিয়া প্রজাতন্ত্র (ডিপিআরকে) দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কেএন-০৮ বা এর উন্নত সংস্করণ কেএন-১৪ এর মত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করছে কিনা সেদিকে গভীর নজর রাখছে দ. কোরিয়ার সামরিক বাহিনী।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়সীমা সম্পর্কে তিনি বলেন, চলতি বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বর্ষপূর্তি উপলক্ষে এটা করা হতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ডিপিআরকে নেতা কিম জং-উন ইংরেজি নববর্ষের ভাষণে বলেছিলেন, তার দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে।
কেএন-১৪ ক্ষেপণাস্ত্রের উল্লেখ করে সিউলের মুখপাত্র বলেন, ডিপিআরকে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে প্রযুক্তির উন্নতি ঘটিয়েছে।
মুন দুঃখ প্রকাশ করে বলেন, ডিপিআরকে নেতার মন্তব্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব লংঘিত হয়েছে। প্রস্তাবে উ. কোরিয়ার যেকোন ধরণের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
মুখপাত্র বলেন, আইসিবিএম উৎক্ষেপণের হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার মত একটা কাজ।
তিনি সতর্ক করে বলেন, দ. কোরিয়ার সতর্কতা উপেক্ষা করে পিয়ংইয়ং কোন ধরণের আইসিবিএম এর পরীক্ষা চালালে তাদেরকে কঠোর নিষেধাজ্ঞা ও চাপের সম্মুখীন হতে হবে। একইসঙ্গে ডিপিআরকে’র যেকোন ধরনের উস্কানিমূলক কর্মকান্ডের দাঁতভাঙা জবাব দেয়ারও অঙ্গীকার করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ