দুই সচিবের দপ্তর বদল, ঊর্ধ্বতন ৩৮ পদে রদবদল

 


ঢাকা:
 প্রশাসনের দুই সচিবের দফতর বদলসহ ৩৮পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ৮ জন অতিরিক্ত ও ২৩ জন যুগ্ম সচিব রয়েছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।

আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

অপরদিকে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. মোজাম্মেলহক খানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নিয়োগ করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে ৮ জনের রদবদল করা হয়েছে। এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, ওএসডি মো আনোয়ারুল ইসলাম শিকদারকে কৃষি মন্ত্রণালয়ে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গাজী মো. নুরুল কবিরকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মোস্তাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি ) করা হয়েছে।

চট্টগ্রাম চা বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব রিয়াজ আহমেদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসকে
পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে এপিডি অনুবিভাগে ন্যস্ত অতিরিক্ত সচিব জজিরুল হককে আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব সরদার আবুল কালামকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব জ্ঞান রঞ্জন শীলকে বিআইডব্লিউটিএ’র পরিচালক করা হয়েছে। এই কর্মকর্তাকে ৪ ফেব্রুয়ারি সোমবার যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার যোগদানের পর মঙ্গলবার থেকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড অবমুক্ত বলে গণ্য হবে।

ওএসডি যুগ্ম সচিব মো ইকবাল হোসেনকে চারটি টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পের প্রকল্প পরিচালক এবং  সালমা নাসরীনকে ওয়েজ ওনার্স কল্যাণ তহবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএম আশরাফ হোসেনকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এবং ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি  সত্যব্রত সাহাকে ভূমি মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং একসেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রাইট ফর অল সিটিজেন প্রকল্পের পরিচালক করা হয়েছে।

যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম মোস্তাফিজুর রহমানকে জাতীয় সনোগ্রাফিক রিচার্স প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, শিশু একাডেমির ইএলসিডি প্রকল্পের পরিচালক মো নুরুজ্জামানকে শিশু একাডেমির পরিচালক করা হয়েছে।

বিআরটিসির পরিচালক অভিজিৎ চৌধুরীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসির) মহাপরিচালক করা হয়েছে।

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মাহফুজুর রহমান সরকারকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের খন্দকার আতিয়ার রহমানকে সাউথ এশিয়া টুরিজম ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক করা হয়েছে।

ওএসডি যুগ্ম সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, চারটি মেরিন একাডেমি স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে নৌ-মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আব্দুর রহমানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওএসডি আব্দুর রউফ তালুকদারকে অর্থ বিভাগ, বিসিএসআইআর সদস্য দিলীপ কুমার শর্মাকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন খিজির আহমেদকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামসুল কিবরিয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্র্যণালয়ের যুগ্ম সচিব মো শওকত আলী ওয়ারেসীকে অর্থ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উত্তম কুমার মণ্ডলকে ওএসডি করা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. রায়হান কাউসারকে নড়াইলে এবং নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন মৌলভী বাজারের কমলগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

ইউএনও হিসেবে পদায়নের জন্য লালমনিরহাটের কালিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আমিরুল ইসলাম এবং ওএসডি সিনিয়র সহকারী সচিব মো. সালাউদ্দিনকে  রাজশাহী ও ঝিনাইদহের শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহারুল ইসলামকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ