শুক্রবার মুক্তি পাচ্ছে পরিমনির “কত স্বপ্ন কত আশা”

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  আমাদের জীবনের গল্প নিয়ে  ঢাকাই চলচ্চিত্র “কত স্বপ্ন কত আশা” মুক্তি পেতে যাচ্ছে । ছবিটির দর্শকের কাছে পছন্দ হবে বলে ব্যপক আশাবাদী পরিচালক ।

১৩ জানুয়ারি শুক্রবার মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ‘কত স্বপ্ন কত আশা’ নিয়ে এসব কথা বলেন ছবির পরিচালক ওয়াকিল আহমেদ।

পরিচালকের মতে, এটা তামিল বা তেলেগু ছবির গল্প নয়। আমাদের জীবনের গল্প, ‘বাংলাদেশের দর্শক বাংলাদেশের বাংলা ছবি দেখতে চায়। চলচ্চিত্রের মাধ্যমে আমাদের জীবনের গল্প দেখতে চায়। নিজেদের জীবনের হাসিকান্না দেখে হাসতে চায়, কাঁদতে চায়। আমি আমাদের সমাজের ঘটে যাওয়া গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি।   যে কারণে ছবিটি দর্শকপ্রিয়তা পাবে বলে আমি মনে করি।’

ছবির গল্প প্রসঙ্গে ওয়াকিল আহমেদ বলেন, ‘হিন্দু মেয়েরা সমাজের বিভিন্ন দিক থেকে নির্যাতিত হয়। যা আমরা জানি, কিন্তু মুখ বুজে থাকি। এমন একটি মেয়েকে বিভিন্নভাবে সাহায্য করে ছবির নায়ক। একসময় তাদের মধ্যে প্রেম হয়। তখন তারা জানতে পারে, একজন হিন্দু, আরেকজন মুসলমান। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।’
সম্প্রতি মুক্তি পেতে যাওয়া ছবিটিতে নায়কের ভূমিকায় বাপ্পি তার বিপরীতে রয়েছে হালের জনপ্রিয় নাইকা পরিমনি। ছবিটি ইয়াসমিন রহমান কতৃক নিবেদিত, ওয়াহেদ রহমান প্রযোজিত, পরিচালনায় ছিলেন ওয়াকিল আহমেদ এবং পরিবেশনা করছে ফিল্মে   শিয়া ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ