শৈত্যপ্রবাহ আসছে
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: গতকাল মঙ্গলবার সকাল থেকেই উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশ ছিল মেঘলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজশাহী, রংপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনিসংহ ও সিলেট বিভাগের কোনো কোনো এলাকায়। এতে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা।
উত্তরের হাওয়া ঢাকায়ও এসেছে কনকনে শীতের আমেজ। উত্তরাঞ্চলে শীতের কারণে মাঠে নামতে পারেননি কৃষকরা। জনজীবনেও দেখা দিয়েছে স্থবিরতা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরই মেঘলা আবহাওয়া কেটে গিয়ে বৃহস্পতিবার থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পৌষের ২৭ তারিখ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় টেকনাফে ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের শেষ সপ্তাহে এসে দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা কমছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
ডিসেম্বরের প্রথমার্ধে প্রথম এবং জানুয়ারির ৭-৮ তারিখে দ্বিতীয় শৈত্যপ্রবাহ বয়ে যায় উত্তরাঞ্চলে। জানুয়ারির মাঝামাঝিতে মাঘ মাসের শুরুতে বরাবরই শীতের তীব্রতা বাড়ে।
বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি পর্যন্ত যে গড় তাপমাত্রা রেকর্ড করেছে, তা গতবছরের একই সময়ের তুলনায় বেশি।
ঘূর্ণিঝড়ের প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে এবার ডিসেম্বরের শুরু থেকেই উষ্ণতা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। তবে মাঘ মাসে ‘বাঘ পালানো শীতের’ দেখা মিলতে পারে বলে আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে রাজশাহীতে মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। মেঘলা আকাশে সূর্যেরও দেখা নেই। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। রাজশাহীতে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এক দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি হলেও বৃষ্টির কারণে ঠাণ্ডা বেশি অনুভূত হয়েছে।
সূত্র: বিডিনিউজ