শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান।
এসময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের মানুষকে ভালভাবে সেবা দেয়া যায়। এলক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিই। আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো। এবার সরাসরি নির্বাচন দেয়া হলো।
তিনি আরো বলেন, শপথ নিয়ে আপনাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে আপনাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বাধা আছে, তা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। গত ২৮ ডিসেম্বর সারা দেশের ৫৯ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।