জামিন পাননি অভিনেতা কল্যাণ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আসামি কল্যাণ কোরাইয়াকে তিন দিনের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ওই নির্দেশে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা দুই দিন আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

আদালতে কল্যাণ কোরাইয়ার আইনজীবী মোহাম্মদ ফারুক বলেন, যে ধারায় মামলা করা হয়েছে, সে ধারা জামিনযোগ্য। আসামি জামিন পাওয়ার হকদার।

তবে আদালত জানিয়ে দেন, যিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, তার অবস্থা তো আশঙ্কাজনক।

আসামিপক্ষের আইনজীবী বলেন, জামিনযোগ্য ধারা হওয়ায় আসামিকে রিমান্ডে দেওয়ার কোনো সুযোগ নেই। কল্যাণ কোরাইয়ার গাড়িটি রাত সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তার বন্ধু আহত হন। তিনি ওই বন্ধুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। জিয়া ইসলাম গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

বাদীপক্ষের আইনজীবী আশরাফ-উল আলম বলেন, মামলাটির ধারা জামিনযোগ্য হলেও রিমান্ডে দেওয়া যাবে না, আইনে এমন কোনো ধারা নেই।

এর আগে আজ কলাবাগান থানার এসআই ওমর ফারুক খান আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, কল্যাণ কোরাইয়া এই মামলার আসামি। তিনি কলাবাগান থানার বসুন্ধরা সিটি শপিং মলের উল্টো দিকের রাস্তার ফার্নিচার মার্কেটের সামনে তার গাড়ি দিয়ে জিয়া ইসলামকে ধাক্কা মারেন।

উল্লেখ্য, দুর্ঘটনার পর জিয়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানান, তার একটি পা ভেঙে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত।

গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জিয়া ইসলামকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ