শূন্য আসন পূরণে মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শূন্য থাকা ২২৮টি আসন পূরণ করতে নতুন করে মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের গতকাল বুধবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মোশাররাফ হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১৪টি বিভাগে মোট ৮৭৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়। এর মধ্যে পাঁচটি আসন কোটাধারীদের জন্য সংরক্ষিত। আবেদন জমা পড়ে প্রায় ১৩ হাজার ১০০টি। প্রাথমিক বাছাই শেষে ৬ অক্টোবর প্রায় আট হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার ৩০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২৬ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। এতে ৩৫০ নম্বরের মধ্যে ন্যূনতম ১০৫ নম্বর পাওয়া ২ হাজার ৪৯৮ জনের সমন্বয়ে মেধাতালিকা প্রকাশ করা হয়। পরে ১ ডিসেম্বর থেকে মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয়। আসন শূন্য থাকা সাপেক্ষে পাঁচ দফায় মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ভর্তি করানো হয়। ২৯ ডিসেম্বর পর্যন্ত ২২৮টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ হয়।

রেজিস্ট্রার মোশাররাফ হোসেন বলেন, আসনগুলো পূরণের জন্য নতুন মেধাতালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২ হাজার ৪৯৮ তালিকার পরের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। নতুন করে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অকৃতকার্য কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবছর গড়ে দেড় হাজার জনের তালিকা থেকেই সব কটি আসন পূরণ হয়ে যায়। তাই তালিকা তৈরির সুবিধার্থে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থামি। সেই হিসেবেই ১০৫ নম্বর পাওয়া পর্যন্ত মেধাতালিকায় রাখা হয়েছিল। তার মানে পরের শিক্ষার্থীরা অকৃতকার্য এটা বলা যাবে না।’

পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মোহা. আবদুস সোবহান বলেন, ‘শনিবার এ বিষয়ে অফিশিয়ালি জানানো হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ